প্রকাশিত: Thu, Dec 8, 2022 6:22 PM আপডেট: Tue, Apr 29, 2025 5:35 AM
সবচেয়ে বেশি গোল মিস করেছে ব্রাজিল পরিসংখ্যান
এ্যানি আক্তার: কাতার বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলের দাপট অব্যাহত। দুর্দান্ত গতিতে ছুটছে সেলেসাওরা। ক্যামেরুনের বিরুদ্ধে বেঞ্চের দল না নামালে ব্রাজিল হয়তো এখন পর্যন্ত অপরাজিত থাকত বিশ্বকাপে। চোট সারিয়ে নেইমার প্রত্যাবর্তন করায় ব্রাজিল এখন আরও শক্তিশালী।
এই দলে প্রতিটি বিভাগে রয়েছে শক্তিশালী প্লেয়ার যার পুরো সুবিধা পাচ্ছে দল। শেষ ষোলোর ম্যাচে ৩৫ মিনিটের মধ্যে দক্ষিণ কোরিয়াকে ৪ গোল দিয়ে সেটাই প্রমাণ করেছে তারা। সেই ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। তবে প্রথমার্ধে গোল দিলেও দ্বিতীয়ার্ধে আর গোল দিতে পারেনি তারা। সুযোগ তৈরি করলেও তা গোলে পরিণত করতে পারেনি।
শুধু দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ নয়, পুরো বিশ্বকাপেই ব্রাজিলের মোট গোলের পরিমাণও আরও বাড়তে পারত। কিন্তু তা হয়নি। যত বেশি সুযোগ তারা তৈরি করেছে তত বেশি সুযোগ নষ্ট করেছে। চলতি নকআউট পর্ব পর্যন্ত ব্রাজিল হলো একমাত্র দল, যারা সবচেয়ে বেশি গোলের সুযোগ নষ্ট করেছে।
পরিসংখ্যান প্রতিষ্ঠান সোফা স্কোরের হিসাবে মোট চার ম্যাচে (গ্রুপ পর্ব ও নকআউট পর্ব মিলিয়ে) ব্রাজিল মোট ১২টি গোল করার পরিষ্কার সুযোগ নষ্ট করেছে। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছে জার্মানি। যদিও জার্মানি মাত্র একটি ম্যাচ জিতে গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। কিন্তু তারাও আক্রমণাত্মক ফুটবল খেলেছিল। তবে গোল পায়নি। তারা ১১টি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছে। এ তালিকায় তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। তারা নষ্ট করেছে ১০টি পরিষ্কার সুযোগ। এরপর আছে ফ্রান্স, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। এরা প্রত্যেকেই ৭টি করে পরিষ্কার সুযোগ নষ্ট করেছে। এদের মধ্যে বেলজিয়ামও ছিটকে গেছে বিশ্বকাপ আসর থেকে। সম্পাদনা: খালিদ আহমেদ
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
